Friday, May 17, 2013

চলুন বাড়ানো যাক Windows vista এবং windows 7 এর Hardware speed

 

কম্পিউটারের অধিকাংশ যন্ত্রাংশ সরাসরি মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে। এদের মধ্যে পিসিআই স্লট, আইডিই কন্ট্রোলার, সিরিয়াল পোর্ট ও কি-বোর্ড অন্যতম। যন্ত্রাংশগুলোকে মাইক্রোপ্রসেসর আলাদা প্রাধান্য দিয়ে কাজ করায়। অন্যান্য যন্ত্রাংশ মাইক্রোপ্রসেসরের থেকে অগ্রাধিকার পাওয়ার জন্য বাধা সৃষ্টি করে (ইন্টেরাপ্ট) কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করে। তবে কম্পিউটারের সব যন্ত্রাংশের সঠিক কার্যক্ষমতা দেখিয়ে সর্বোচ্চ গতি আদায় করা যায়। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এমনটি করা যায়। নিচে ৩২ বিট-সমর্থিত উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ ৭-অপারেটিং সিস্টেমের জন্য নিয়ম দেখানো হলো। এ জন্য Start থেকে Run-এ গিয়ে msinfo32.exe লিখে এন্টার করে সিস্টেম ইনফরমেশন চালু করুন। এবার System Summary/Hardware ResourcesRQs-এ ক্লিক করুন। এখানকার তালিকায় থাকা সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাধান্যপ্রাপ্ত যন্ত্রাংশ দেখা যাবে। Run-এ গিয়ে regedit লিখে এন্টার করে রেজিস্ট্রি এডিটর চালু করুন। এবার HKEY_LOCAL_MACHINEYSTEMurrentControlSetontrol/PriorityControl—এই ডিরেক্টরি খুঁজে নিন। এখানে PriorityControl-এ ডান ক্লিক করে New থেকে DWORD (32 bit) Value নির্বাচন করে IRQ#Priority নামে নতুন ডি-ওয়ার্ড তৈরি করুন। খেয়াল রাখুন এখানে # দিয়ে বোঝায়, আপনি কত নম্বর ডিভাইসকে প্রাধান্যের ভিত্তিতে কাজ করাবেন, সেটা। তাই সিস্টেম ইনফরমেশন থেকে কোন যন্ত্রের জন্য কাজটি করবেন তার Resource তালিকার মান দেখে নিয়ে সেটা ডি-ওয়ার্ডের ঘরে লিখুন (যেমন IRQ21Priority )। ডি-ওয়ার্ড তৈরি হলে দুই ক্লিক করে সেটি খুলুন। এবার Value Data ঘরে 1 লিখে OK চেপে বের হয়ে আসুন। জেনে রাখুন, এখানে 1 লিখলে সর্বোচ্চ প্রাধান্য (প্রায়োরিটি), 2 লিখলে দুই সেকেন্ড পর করাবে—এমনটি বোঝায়। এভাবে যে যন্ত্রাংশকে অগ্রাধিকার দেবেন, সেটার Resource মান দিয়ে আলাদা ডি-ওয়ার্ড তৈরি করে তার Value Data ঘরে ভিন্ন মান লিখে দিতে হবে। খেয়াল রাখুন, একই মান যেন অন্যটির মানের সঙ্গে মিলে না যায়। প্রথমে শুধু একটি বা দুটি মান পরীক্ষা করার জন্য রেখে দিন। কাজ শেষে রেজিস্ট্রি সম্পাদক বন্ধ করে আপনার কম্পিউটার পুনরায় চালু করুন।

Sunday, March 31, 2013

How to find free Images

Often we need free images for our various types of work specially the graphic designers need images for their work. But finding free images on online is hard . If you use the search engines you can’t get all files as your wish. So, how you will get the best image online which are free? I have a way and I will share with you. Just click this link and type what you want in the search box.

Click Here
কিভাবে বাড়াবেন পিসির গতি

বিভিন্ন কারণে আপনার পিসি স্লো হয়ে যেতে পারে। তবে সমস্যাগুলি যদি হার্ডওয়্যার বা মাদারবোর্ড সংক্রান্ত না হয় তাহলে আপনি খুব সহজেই এ সমস্যাগুলির সমাধান করতে পারেন। চলুন আগে দেখে নেওয়া যাক কি কারণে পিসি স্লো হতে পারে। আমরা যখন কম্পিউটার চালু করি তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় কম্পিউটার START UP ফাংশনে অনেক বেশি সময় লাগছে। আসলে কম্পিউটার চালু করার পর যেসব প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হয়, সে প্রোগ্রামগুলিই মূলত এ সময় ক্ষেপনের জন্য দায়ী। আর এসব কারণেই কম্পিউটার স্লো হয়ে যায়। সুতরাং অতীব প্রয়োজনীয় প্রোগ্রাম ছাড়া আর কিছু কম্পিউটার START UP এর সময় চলতে দেওয়া যাবে না। এ সমস্যার হাত থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলি ডিজেবল করে রাখার মাধ্যমে।

তো চলুন দেখা যাক কিভাবে করবেন এ কাজটি এবং ফিরিয়ে আনবেন আপনার পিসির সেই পুরানো গতি।

১. START মেন্যু থেকে RUN অপশন সিলেক্ট করুন।

২. এবার RUN অপশনের ঘরে টাইপ করুন msconfig এবং এন্টার চাপুন।

৩. নতুন একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে Startup ট্যাব সিলেক্ট করুন।

৪. এবার সব প্রোগ্রাম আপনার সামনে প্রদর্শিত হবে। যেসব অপ্রয়োজনীয় প্রোগ্রাম START UP এর সময় দেখতে চান না সেগুলির টিক চিহ্ন উঠিয়ে দিন।

৫. এবার OK বাটনে প্রেস করুন এবং কম্পিউটারটি Restart করুন।

৬. কম্পিউটার Restart হওয়ার পর System Configuration Utility নামে একটি উইন্ডো আসবে। অপশন সিলেক্ট করে OK করুন।

Friday, March 29, 2013

Mouse Trics Most computer users don't take full advantage of the computer Mouse. I'm sharing some computer mouse tips and secrets that help you get the full potential of your computer mouse and increase your overall productivity while on the computer. Shift key and mouse click Many text editors and programs allow you to highlight all or portions of text using the Shift key and the mouse. For example, place the cursor at the beginning of a paragraph in a text editor, hold down the Shift key and click at the end of the paragraph to highlight the full paragraph. Holding down the Alt key while dragging and highlighting text in a text editor will allow you to selectively highlight text. This can be useful if your paragraph or other text is in a column.

 

........... to be continued
Computer

A computer is a general purpose device that can be programmed to carry out a finite set of arithmetic or logical operations. Since a sequence of operations can be readily changed, the computer can solve more than one kind of problem. Conventionally, a computer consists of at least one processing element, typically a central processing unit (CPU) and some form of memory. The processing element carries out arithmetic and logic operations, and a sequencing and control unit that can change the order of operations based on stored information. Peripheral devices allow information to be retrieved from an external source, and the result of operations saved and retrieved. The first electronic digital computers were developed between 1940 and 1945 in the United Kingdom and United States. Originally they were the size of a large room, consuming as much power as several hundred modern personal computers (PCs).[1] In this era mechanical analog computers were used for military applications. Modern computers based on integrated circuits are millions to billions of times more capable than the early machines, and occupy a fraction of the space.[2] Simple computers are small enough to fit into mobile devices, and mobile computers can be powered by small batteries. Personal computers in their various forms are icons of the Information Age and are what most people think of as "computers". However, the embedded computers found in many devices from MP3 players to fighter aircraft and from toys to industrial robots are the most numerous.