
চলুন বাড়ানো যাক Windows vista এবং windows 7 এর Hardware speed
কম্পিউটারের অধিকাংশ যন্ত্রাংশ সরাসরি মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে। এদের মধ্যে পিসিআই স্লট, আইডিই কন্ট্রোলার, সিরিয়াল পোর্ট ও কি-বোর্ড অন্যতম। যন্ত্রাংশগুলোকে মাইক্রোপ্রসেসর আলাদা প্রাধান্য দিয়ে কাজ করায়। অন্যান্য যন্ত্রাংশ মাইক্রোপ্রসেসরের থেকে অগ্রাধিকার পাওয়ার জন্য বাধা সৃষ্টি করে (ইন্টেরাপ্ট) কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করে। তবে কম্পিউটারের সব যন্ত্রাংশের সঠিক কার্যক্ষমতা দেখিয়ে সর্বোচ্চ গতি আদায় করা যায়। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এমনটি করা যায়। নিচে ৩২ বিট-সমর্থিত উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ ৭-অপারেটিং সিস্টেমের জন্য নিয়ম দেখানো হলো। এ জন্য Start থেকে Run-এ গিয়ে msinfo32.exe লিখে এন্টার করে সিস্টেম ইনফরমেশন চালু করুন। এবার System Summary/Hardware ResourcesRQs-এ ক্লিক করুন। এখানকার তালিকায় থাকা সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাধান্যপ্রাপ্ত যন্ত্রাংশ দেখা যাবে। Run-এ গিয়ে regedit লিখে এন্টার করে রেজিস্ট্রি এডিটর চালু করুন। এবার HKEY_LOCAL_MACHINEYSTEMurrentControlSetontrol/PriorityControl—এই ডিরেক্টরি খুঁজে নিন। এখানে PriorityControl-এ ডান ক্লিক করে New থেকে DWORD (32 bit) Value নির্বাচন করে IRQ#Priority নামে নতুন ডি-ওয়ার্ড তৈরি করুন। খেয়াল রাখুন এখানে # দিয়ে বোঝায়, আপনি কত নম্বর ডিভাইসকে প্রাধান্যের ভিত্তিতে কাজ করাবেন, সেটা। তাই সিস্টেম ইনফরমেশন থেকে কোন যন্ত্রের জন্য কাজটি করবেন তার Resource তালিকার মান দেখে নিয়ে সেটা ডি-ওয়ার্ডের ঘরে লিখুন (যেমন IRQ21Priority )। ডি-ওয়ার্ড তৈরি হলে দুই ক্লিক করে সেটি খুলুন। এবার Value Data ঘরে 1 লিখে OK চেপে বের হয়ে আসুন। জেনে রাখুন, এখানে 1 লিখলে সর্বোচ্চ প্রাধান্য (প্রায়োরিটি), 2 লিখলে দুই সেকেন্ড পর করাবে—এমনটি বোঝায়। এভাবে যে যন্ত্রাংশকে অগ্রাধিকার দেবেন, সেটার Resource মান দিয়ে আলাদা ডি-ওয়ার্ড তৈরি করে তার Value Data ঘরে ভিন্ন মান লিখে দিতে হবে। খেয়াল রাখুন, একই মান যেন অন্যটির মানের সঙ্গে মিলে না যায়। প্রথমে শুধু একটি বা দুটি মান পরীক্ষা করার জন্য রেখে দিন। কাজ শেষে রেজিস্ট্রি সম্পাদক বন্ধ করে আপনার কম্পিউটার পুনরায় চালু করুন।
Nice post
ReplyDeleteNice but it would be better if you attached screenshot.
ReplyDelete